অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোলা জেলা কমিটি। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ক্যাব ভোলা জেলা সভাপতি মো. সুলায়মানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ক্যাবের নির্বাহী সদস্য ডা. গাজী তাহের লিটন, দপ্তর সম্পাদক শাহনাজ বেগম চিনু, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ভাস্কর্ম মজুমদার, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে নিষিদ্ধ খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধ, বাজার নিয়ন্ত্রণ, ও দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
ক্যাবের নির্বাহী সদস্য প্রভাষক মো. মহিউদ্দিন বলেন, “অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারণে নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সিন্ডিকেট ভেঙে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে আট দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে বাজার তদারকি বাড়ানো, টিসিবির কার্যক্রম সম্প্রসারণ, এবং ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন।