চরফ্যাশনে ইউএনও বরাবর কৃষক দলের স্মারক লিপি প্রদান

কৃষি পরিষেবা পরিচালনা কমিটিতে কৃষক দলের প্রতিনিধি মনোনয়নের দাবিতে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে উপজেলা কৃষক দল। রবিবার (১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন চরফ্যাশন উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান।

স্মারকলিপি প্রদানের আগে উপজেলা সদরে কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল। সমাবেশে তারা দাবি করেন, কৃষি পরিষেবা পরিচালনা কমিটিতে স্থানীয় কৃষকদের পরিবর্তে স্বজনপ্রীতির মাধ্যমে নিজের লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কৃষকদের স্বার্থের পরিপন্থী।

কৃষক দলের অভিযোগ
উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান জানান, “উপজেলা কৃষি পরিষেবা পরিচালনা কমিটিতে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। ফলে প্রকৃত কৃষকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।”

বিক্ষোভে আরও অভিযোগ তোলা হয় যে, পূর্ববর্তী সরকারের সময় তৈরি তালিকার ভিত্তিতে প্রকৃত কৃষক না হয়েও অনেকেই সুবিধা পাচ্ছেন। তারা দাবি করেন, সাবেক ইউএনও নওরীন হক, উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজম মনমতো প্রতিনিধি মনোনীত করেছেন।

কর্তৃপক্ষের বক্তব্য
উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান জানান, “সাজ্জাদ নামে একজনকে কৃষক প্রতিনিধি হিসেবে তৎকালীন নির্বাহী কর্মকর্তা মনোনীত করেছিলেন। এ বিষয়ে বর্তমান নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।”

উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজম বলেন, “কৃষি পরিষেবা পরিচালনা কমিটি গঠন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্ব। এতে আমার কোনো ভূমিকা নেই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, “কৃষক দলের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেয়া হয়েছে। কৃষকরা যাতে ন্যায্য অধিকার পায়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *