ভোলায় কোস্ট গার্ডের অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

Bangladesh Coast Guard (BCG)

ভোলা সদর উপজেলায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, আটটি রামদা, একটি চাইনিজ ছুরি এবং ছয়টি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় ভোলা খেয়াঘাট এলাকায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিজিবি বেইস কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহাম্মেদ এই তথ্য জানান।

ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় মো. রায়হান জামিল শুভ (২৬) এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের ওপর চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র প্রদর্শন করে ভীতি সৃষ্টি এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কোস্ট গার্ড সদস্যরা দক্ষিণ দিঘলদী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করে। আটককৃত সন্ত্রাসী এবং উদ্ধারকৃত আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *