ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবি জানালেন সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শুক্রবার (১০ জানুয়ারি, ২০২৫) ভোলায় দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম শহরের বাংলা স্কুল মোড়, কে জাহান মার্কেট, মহাজন পট্টি এবং চকবাজারসহ বিভিন্ন জনবহুল স্থানে অনুষ্ঠিত হয়।

সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথোপকথন এবং জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের লিফলেট বিতরণের মাধ্যমে তিনি আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। কর্মসূচির অংশ হিসেবে ইলিশ চত্বরে এক পথসভা আয়োজন করা হয়, যেখানে সারজিস আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, “ভোলাবাসীর প্রাণের দাবিগুলো আমরা সরকারের কাছে পৌঁছে দেব। যে ভোলায় গ্যাস উৎপাদন হয়, সেখানে ভোলার মানুষ গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত কেন? ভোলার একজন মুমূর্ষু রোগী বরিশাল যেতে গিয়ে মারা যান, সেই ভোলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল কেন হবে না? ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবিও আমরা জানাচ্ছি।”

এর আগে সারজিস আলম জুলাই আন্দোলনে শহীদ জসিমের কবর জিয়ারত ও বাড়ি পরিদর্শন করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এরপর তিনি ভোলার বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশনের কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *