দূতাবাসে হামলার প্রতিবাদে ভোলায় ঝটিকা মিছিল

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রপন্থী হিন্দু সংঘর্ষ সমিতির হামলার প্রতিবাদে ভোলায় ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা প্রেস ক্লাব থেকে শুরু হওয়া এ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

মিছিলে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা এছহাক ফরাজী বলেন, “ভারতের উগ্রবাদী গোষ্ঠীর এই হামলার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশকে নিয়ে যেকোনো ষড়যন্ত্র বাংলার মানুষ রুখে দেবে। ভারত সরকার যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, তা কঠোরভাবে দমন করা হবে।”

তিনি আরও দাবি করেন, “ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র রুখতে জনগণকে সজাগ থাকতে হবে।” এ সময় মিছিলে জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *