নতুন বছর সুষ্ঠু ও সামাজিক উদযাপনের আহ্বানে ভোলায় মানববন্ধন

নতুন বছর সুষ্ঠু ও সামাজিকভাবে উদযাপনের আহ্বান জানিয়ে মঙ্গলবার (৩১ ডিসেম্বর, ২০২৪) দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট। সংগঠনটি থার্টি ফার্স্ট নাইটে ফানুস ও আতশবাজি না পোড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে “আকাশে ফানুস নয়, পাখিদের উড়তে দাও” স্লোগানের মাধ্যমে বলেন, “থার্টি ফার্স্ট নাইটের উদযাপন সঙ্গতিপূর্ণ নয়, কারণ এটি আমাদের পরিবেশ, জনস্বাস্থ্য এবং জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে ফানুস ও আতশবাজির কারণে আগুনের ঝুঁকি বৃদ্ধি পায় এবং পাখি মারা যায়।”

এ সময় বক্তব্য রাখেন মীর আবিদ হোসেন, মো. ইমরান, নুসরাত জাহান তাসমিয়া, সুমাইয়া ইসলাম ও সাফা ইসলাম। তারা উল্লেখ করেন, “আমরা চাই সমাজে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই যেন নিরাপদ উপায়ে নতুন বছর উদযাপন করে।”

এছাড়া, বক্তারা আরও বলেন যে, আগের বছরগুলোর মতো এবারও বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং পথেঘাটে অসংখ্য পাখি মারা পড়েছে। সংগঠনটি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সুষ্ঠু নববর্ষ উদযাপন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *