ঢাকায় চরফ্যাশন উপজেলা সমিতির যাত্রা শুরু

চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ৩ ডিসেম্বর ২০২৪, ঢাকার সুপ্রিম কোর্টের প্লাটিনাম হল রুমে সংগঠনের ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ড. ইফতেখার মোঃ মামুনকে সভাপতি, এডভোকেট পারভেজ হোসেনকে সাধারণ সম্পাদক এবং ব্যারিস্টার মেহেদী হাসান রনভীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে মাকসুদুর রহমান মালতিয়ার নাম ঘোষণা করা হয়েছে। কমিটি গঠন এবং বার্ষিক সাধারণ সভার (এজিএম) সভাপতিত্ব করেন ভোলা সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক।

সভায় ঢাকায় অবস্থানরত চরফ্যাশন উপজেলার প্রায় ৫০ জন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বক্তারা চরফ্যাশনকে একটি পর্যটন শহর হিসেবে ঘোষণা করার দাবি জানান। পাশাপাশি, ঢাকা থেকে চরফ্যাশনের জন্য একটি দিবা সার্ভিস লঞ্চ চালুর প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *