ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সর্বস্তরের জনগণের ব্যানারে লালমোহন চৌরাস্তার মোড় থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি লালমোহন পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয় এবং সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আলী আজগর, মাওলানা মো. জামাল উদ্দিন, আবদুল্যাহ আল মামুন, এবং রাহাত হাসান রুমি। বক্তারা বলেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে ইসকন সন্ত্রাসীদের হামলা অত্যন্ত নিন্দনীয়। তারা ইসকনকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে সঠিক বিচার দাবি করেন।