আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে বোরহানউদ্দিনে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই এএসআই আহত হয়ে বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত পুলিশ কর্মকর্তারা হলেন এএসআই মো. নুরুল ইসলাম ও এএসআই আলমাস।
ঘটনাটি ঘটেছে সোমবার (৬ জানুয়ারি, ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায়। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি রুবেলকে গ্রেফতার করতে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় আসামির পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই এএসআই গুরুতর আহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।