ভোলায় কোস্ট গার্ডের অভিযান: অস্ত্র ও বোমাসহ আটক ২

Bangladesh Coast Guard (BCG)

ভোলা সদরে পৃথক দুটি অভিযানে ১২টি হাতবোমা, একটি আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র এবং ১৬টি প্রতিবন্ধী কার্ডসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড।

রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন মো. ফারুক দৌলত (৫৮) এবং মো. হোসেন সিয়াম (৩০)।

শনিবার (৩০ নভেম্বর) রাতে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ জানান, দীর্ঘদিন ধরে পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় ফারুক দৌলত ও হোসেন সিয়ামের নেতৃত্বে দুটি সন্ত্রাসী দল চাঁদাবাজি, জমি দখল এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। ফারুক দৌলত অসহায়, প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক মানুষের কার্ড জব্দ করে তাদের কাছ থেকে অর্থ আদায় করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ‘বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা’ দুটি পৃথক অভিযান পরিচালনা করে। দক্ষিণ চরপাতা ও চরসামাইয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযানে ১২টি হাতবোমা, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, তিনটি দেশীয় অস্ত্র এবং ১৬টি প্রতিবন্ধী কার্ডসহ ফারুক দৌলত ও হোসেন সিয়ামকে আটক করা হয়।

জব্দকৃত অস্ত্র, আলামত এবং আটককৃতদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *