ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ বাবা-ছেলে আটক

Bangladesh Coast Guard (BCG)

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রাম থেকে অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। আটককৃতরা হলেন আলমগীর মাতব্বর (৬০) এবং তার ছেলে মো. রিয়াদ হোসেন (৩৫), তারা কোড়ালিয়া গ্রামের বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, আটককৃতরা স্থানীয় অসহায় মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করত এবং তাদের বিরুদ্ধে ভূমি দখল ও এলাকায় ত্রাস সৃষ্টির মতো একাধিক অভিযোগ রয়েছে। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

বুধবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ কোস্টগার্ডের সংবাদ সম্মেলনে দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট রিফাত আহমেদ জানিয়েছেন, ভবিষ্যতেও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *