ভোলার খায়ের হাট ৩০ শয্যা হাসপাতালটি দীর্ঘদিন ধরে নানা সংকটে জর্জরিত। চিকিৎসক ও নার্সের সংকট, যন্ত্রপাতির অভাব এবং রোগী ভর্তির সুযোগ বন্ধ থাকায় হাসপাতালটির সেবা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। প্রায় দেড় মাস ধরে এখানে নতুন রোগী ভর্তি নেয়া হচ্ছে না।
খায়ের হাট হাসপাতালটি তিন উপজেলার মধ্যবর্তী হওয়ায় ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষের চিকিৎসা সেবা পাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে রোগীরা চিকিৎসা নিতে ভোলা সদর হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন, যা তাদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
হাসপাতালটি ঘুরে জানা যায়, এখানে বর্তমানে একজন ডেন্টাল সার্জন এবং পাশের উপজেলা থেকে আসা একজন মেডিকেল অফিসার রয়েছেন। তবে, এই মেডিকেল অফিসারও শুধুমাত্র বহির্বিভাগে কয়েক ঘণ্টা বসে জ্বর, ঠান্ডা ও সামান্য রোগের চিকিৎসা দিচ্ছেন। অন্যান্য চিকিৎসা সেবা প্রাপ্তির সুযোগ নেই।
এছাড়া, জরুরি বিভাগের চিকিৎসা সেবাও সীমিত হয়ে পড়েছে, যেখানে সামান্য সমস্যাও চিকিৎসা করা হয় না। হাসপাতালের পরীক্ষার যন্ত্রাংশের অভাবে রোগী সেবা আরও ব্যাহত হচ্ছে। চিকিৎসক, নার্স ও যন্ত্রপাতির সংকটের কারণে হাসপাতালটি কার্যকরভাবে সেবা প্রদান করতে পারছে না।