ভোলায় পণ্যের মান নিশ্চিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ভোলায় পণ্যের মান নিশ্চিতকরণে বিএসটিআই-এর স্মার্ট মনিটরিং এবং ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেলের ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা আয়োজন করে বিএসটিআই ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) বাংলাদেশ।

কর্মশালায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান। প্রধান অতিথি ছিলেন বিএসটিআই-এর মহাপরিচালক এসএম ফেরদৌস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারিসুল কবির।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই-এর পরিচালক মো. নুরুল আমিন। কর্মশালায় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বক্তারা পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই-এর স্মার্ট মনিটরিং ব্যবস্থার কার্যকারিতা এবং ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেলের ব্যবহার সম্পর্কে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *